৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চিত্র বিচিত্র >> বিনোদন >> ব্যবসা ও বানিজ্য >> সোস্যাল মিডিয়া
  • মধুপুরে মাস ব্যাপি ক্ষুদ্র শিল্প ও পণ্য মেলা আয়োজন করা হয়েছে।
  • মধুপুরে মাস ব্যাপি ক্ষুদ্র শিল্প ও পণ্য মেলা আয়োজন করা হয়েছে।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল>>>

    টাঙ্গাইলের মধুপুরে পৌরসভাধীন পৌর ভবন সংলগ্ন মাস ব্যাপি ক্ষুদ্র শিল্প ও পণ্য মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বুটিকস্ এন্ড হ্যান্ডিক্রাফস্ সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মেলায় অত্যান্ত কম মূল্যে যেকোনো পণ্য বিক্রির নিশ্চয়তা প্রধান করেন মেলা কর্তৃপক্ষ। বানিজ্য মেলার মূল গেইট দিয়ে ঢুকতেই চোখে পড়বে আর্কষনীয় পানির ফোয়ারা, যে ফোয়ারায় মিউজিকের তালে তালে পানির নৃত্য পরিবেশন একটি ব্যতিক্রমধর্মী মনমুগ্ধকর বিনোদনের সৃষ্টি করেছে।
    এরপরেই রয়েছে মেলার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ বক্স।এ মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রেইস যেমন, নাগরদোলা, রেইসবোর্ড, ড্রাগন ট্রেন, নৌকা দোলনা, ভূতের বাড়ি সহ নানা ধরনের বিনোদন সমূহ। এ ছাড়া দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র সামগ্রী, গোল্ডপ্লেডের অলংকার, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের টুপিস, থ্রীপিস, টি-শার্ট, ছেলে মেয়েদের পাঞ্জাবি, লেহেঙ্গা পাজুসহ নানা রঙের কাপড়। রয়েছে সব বয়সী ছেলে মেয়েদের জন্য বাহারি ডিজাইনের জুতা। সপরিবারে খাওয়ার জন্য রয়েছে মনোরম পরিবেশে বিভিন্ন স্টল।মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, যেকোনো পণ্য বাহিরের চেয়ে অত্যান্ত কম মূল্যে আমরা বিক্রির ব্যবস্থা করেছি। এরপরেও ক্রেতাদের কোন অভিযোগ থাকলে আমরা তা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করে যাচ্ছি।কর্তৃপক্ষ আরও জানান, প্রচন্ড তাপমাত্রার কারণে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম তবে তাপমাত্রা স্বাভাবিক হলে লোকজনের উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
    এবারের বানিজ্য মেলায় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার নাগালেই আছে বলে জানান বেশ কয়েকজন ক্রেতা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page