বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
খেলাধূলায় তরুণ প্রজন্ম যদি করে মনোনিবেশ,
মাদক থেকে মুক্তি পাবে গড়বে সোনার বাংলাদেশ❞
এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে পঁচিশা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩১জুলাই)বিকেলে মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের পঁচিশা গ্রামে সাখাওয়াত একাদশ ও লিমন একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মধুপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন রানা এর সভাপতিত্বে উক্ত ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের মরণ ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। তিনি আরও বলেন, ধারাবাহিক ভাবে প্রতিটি এলাকায় আমাদেরকে এই ফুটবল খেলার আয়োজন করতে হবে। এই তরুণ প্রজন্মের ফুটবল খেলোয়াড় একদিন জাতীয় দলে জায়গা দখল করে নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় সাখাওয়াত একাদশকে ২-০ গোলে হারিয়ে লিমন একাদশ শিরোপা লাভ করেন। খেলাশেষে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।
মন্তব্য