২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • সোস্যাল মিডিয়া
  • ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  • ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    অনলাইন ডেস্ক >>> দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) একটি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। পত্রিকাটির কয়েকজন দায়িত্বশীল সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়,ভোরের কাগজের সংবাদকর্মীদের একটি অংশ অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পরিশোধ এবং বকেয়া দাবি আদায়ে গত কয়েক দিন ধরে আন্দোলন করছিলেন।রবিবার তারা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে নিয়ে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এর পরপরই সোমবার মালিকপক্ষ প্রধান কার্যালয় বন্ধের নোটিশ জারি করে।নোটিশে উল্লেখ করা হয়, “শ্রম আইন ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণসমূহের প্রেক্ষিতে প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক জানান, “কারও বেতন বকেয়া নেই।তবে কনস্যুলেটেড নিয়োগপ্রাপ্ত সংবাদকর্মীরা অষ্টম ওয়েজ বোর্ডের সুবিধা দাবি করছেন,যা প্রতিষ্ঠানটি দিতে পারেনি।এই দাবি থেকেই সমস্যার সূত্রপাত।”দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, প্রধান কার্যালয় বন্ধের অর্থ হতে পারে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া। তবে এ বিষয়ে মালিকপক্ষ থেকে কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি।প্রতিষ্ঠানের আকস্মিক এ সিদ্ধান্তে সংবাদকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।তাদের দাবি, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা উচিত ছিল।ভোরের কাগজের ভবিষ্যৎ কার্যক্রম এবং প্রকাশনা অব্যাহত থাকবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে জল্পনা অব্যাহত রয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page