কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের ২০২৩ -২৪ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত ১০ লক্ষ ২৪ হাজার টাকা অর্থের মাধ্যমে ৫ শত ৪৭ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। উক্ত স্পে মেশিন বিতরণের সময় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেছ আলী প্রশাসনিক কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সার্ভেয়ার শাহিনুর আলম, ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মালেকুল ইসলাম ও স্থানীয় শিক্ষকসহ প্রমুখ। স্প্রে মেশিন বিতরণকালে চেয়ারম্যান জাবেদ আলী বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ।এবছর উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দকৃত অর্থ দিয়ে আমার ইউনিয়নের কৃষকরা সহজে কীটনাশক প্রয়োগ করতে পারে এজন্য আমরা এব্যবস্থা করেছি।
ভুরুঙ্গামারী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ওয়ারেছ আলী জানান ইউপি চেয়ারম্যান ও সদস্যদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।
ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান আমরা কীটনাশক প্রয়োগ করার জন্য স্প্রে মেশিন পেয়ে অত্যন্ত আনন্দিত।
মন্তব্য