কলমে: মোঃ সুজা মিয়া কিশোরগঞ্জ,নীলফামারী।
আমি ভালোবাসি নীল আকাশ
নদীনালা, সমুদ্র আর খাল-বিল,
আমি ভালোবাসি লাল গোলাপ
কাক, ঘুঘু, আর সাদা গাঙচিল।
আমি ভালোবাসি শিশির ভেজা
দূর্বলা ঘাসে সকালের পথ চলা,
আমি ভালোবাসি মেঘলা দিনে
দুজনে একসাথে বৃষ্টিতে ভেজা।
আমি ভালোবাসি ক্লান্ত বিকেল
রাতের আকাশের উজ্জল তারা,
আমি ভালোবাসি বৃষ্টির দিনগুলো
নদ নদী প্রবাহমান স্রোতের ধারা।
আমি ভালোবাসি গ্রামীন প্রকৃতি
শীতের দিনে কুয়াশা ভরা সকাল,
আমি ভালোবাসি হেমন্তের দিনে
কৃষকের ঘরে নতুন পিঠার উৎসব।
আমি ভালোবাসি জোনাকির আলো
প্রেমিকার কালো কেশের ঘন চুল,
আমি ভালোবাসি দুই ঠোঁটের হাসি
সব প্রেমিকরা যেখানে হয় ব্যাকুল।











মন্তব্য