কলমেঃ মোঃ সুজা মিয়া কিশোরগঞ্জ নীলফামারী
ভালোবাসা দিবসের শব্দের আড়ালে
রয়েছে কত নষ্টামি আর অকল্যাণকর,
দিবস তুমি এই দিনে হরণ করে নিবে
কত নারীর সর্বশ্রেষ্ঠ আভ্রু,মানসম্মান।
ভালবাসা দিবসে প্রেমিককে দিতে হয়
প্রেমিকার ভালোবাসার সেই পরীক্ষা,
এজন্য সারা জীবন বয়ে বেড়াতে হয়
দুজনকে এই ভূলের মাশুল ও শিক্ষা।
ভালোবাসার এই দিনে ছেলে মেয়েরা
বিভিন্ন উপায় বাবা-মাকে দেয় ফাঁকি,
পার্কে,হোটেলে, কোনো বন্ধুর বাসায়
সময় কাটাবে দুজন অবৈধ ভালবাসি।
ভালোবাসা দিবসের দিনে কিছু নারী
পর্দা ছেড়ে পথের মধ্যে খিলখিল হাসি,
খোলা পিঠ আরও হাফ হাতা ব্লাউজ
মানে না কোন সমাজের নিয়ম নীতি।
ভালোবাসা দিবস দিয়ে যায় আমাদের
পশ্চিমা দেশগুলোর স্টাইলের দীক্ষা,
বন্ধুবান্ধব ও স্ত্রী নিয়ে ঘুরো সারাদিন
এটাই হলো ভালোবাসা দিবসের শিক্ষা।
মন্তব্য