সাদেকুল ইসলাম রনচন্ডী-৫৩২০,কিশোরগঞ্জ,নীলফামারী।
চোখের পানি চাইনি বন্ধু
চেয়েছি একটু হাসি
যে মায়াতে জগৎ জুড়ে
ভালো বাসা-বাসি।
বেদনায় ভরা থাকলো না হয়
রঙিন স্বপ্ন গুলো,
স্মৃতির পাতায় মনে ঘরে
থাক না মিশে ধুলো।
থাকবে মিশে অন্তরেতে
শেষ নিশ্বাস অব্দি,
কষ্ট পাবো বন্ধু ভীষণ
ভুলে যাও যদি।











মন্তব্য