আরিফা আক্তার
বায়ান্ন আমি দেখিনি কবু
পড়েছি ইতিহাস,
চব্বিশে এসে দেখেছি আমি
বীর সাঈদের লাশ।
দেখিনি আমি বায়ান্নের
ভাষা শহীদদের মুখ,
চব্বিশে এসে দেখেছি সাঈদের
বুলেটে পাতা বুক।
চেয়েছিলো সে সবার জন্য
ন্যায্য অধিকার,
বুলেটের গুলি হলো তার
সেরা উপহার।
এ যেনো এক বীর সৈনিক
সোনার বাংলাদেশে,
মেধার তরে লড়াই করে
প্রাণ দিলো অবশেষে।
মন্তব্য