কলমে:-নাজিম উদ্দিন।
ফেদু মুন্সি বিড়ি খায়
এটা তার নেশা,
সারাদিন রিক্সা চালায়
সেটা তার পেশা।
রোজার মাস এসে গেছে
রোজা রাখতে হবে,
রোজা যদি সে না রাখে
মানুষ কি কবে।
আজ সে রোজা রাখতে
সেহেরী খাবে,
বিড়ির নেশা যদি ওঠে
তখন কি হবে!
বিড়ি ছাড়া এক মুহূর্ত
চলা তার দায়,
বিড়ির মর্ম সেই বোঝে
যে বিড়ি খায়।
এটা ওটা ভেবে ভেবে
সিদ্ধান্ত নিল,
বিড়ির নেশা ছাড়বে না সে
রোজা বাদ দিল।
****************************
মন্তব্য