আরিফা আক্তার
আছিয়া তো গেলোই চলে
বিচার হবে কবে আর,
ধর্ষিত হয়ে মারা গেলো
বিচার কেনো হয়না এবার।
চারদিকে এতো ধর্ষন কেনো
কোথায় এখন বাংলার আইন,
বিচার কেনো হয়না এদের
চুপ কেনো সংবিধান।
ফুলের মতো শিশুটিকে
বাঁচতে দিলোনা দুনিয়াতে,
এখনো কেনো তাদের বিচার
হয়না সোনার বাংলাতে।
এমন বিচার করতে হবে
যা দেখে সবাই ভয় পায়
এমন ধর্ষণ আর যেনো না হয়
আমার সোনার বাংলায়।
মন্তব্য