২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে মেজরের নামে বিকাশে ঘুষের টাকা লেনদেন,এসআইয়ের ভেল্কিবাজিতে ভুক্তভোগীর ৬০ হাজার টাকা উধাও পুঠিয়ায় অনৈতিক কাজে এসে স্থানীয়দের হাতে আটক নারী-পুরুষ সার সিন্ডিকেট বন্ধের দাবিতে তানোরে” কৃষক সমাবেশ” রাঙ্গুনিয়া আসনে এলডিপি’র মনোনয়ন আমরা পেয়েছি, জোটের মনোনয়নও পাবো-রাঙ্গুনিয়ায় বিশাল সমাবেশে সাবেক এমপি নুরুল আলম রাঙ্গুনিয়ার “শিলক মিনা গাজী টিলা ঐক্য পরিষদ” এর জনসভা অনুষ্ঠিত বিএডিসির ডাগওয়েল নির্মাণ: চট্টগ্রামে কাজ না করেই ২২ লাখ টাকা উত্তোলন রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা  রাজশাহীতে নিখোঁজের পর তরুণের লা’শ উদ্ধার রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২ পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,বান্দরবানে বিক্ষোভ
  • বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম,বান্দরবানে বিক্ষোভ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা শাখা।মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের সামনে জড়ো হয় এবং আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন।এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশে বিচারের নামে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে, স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকারের মদতে তিনি বিভিন্ন ভাবে আইন বিভাগের অনিয়ম করেছেন। এবিএম খায়রুল হকের কারণে অনেক মানুষের জীবন আজ নিঃস্ব ।এ সময় বক্তারা, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।এ সময় অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এ সময় অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল রুমোর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান।এ সময় অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভুইয়া, অ্যাডভোকেট মো. ইসমাইল, অ্যাডভোকেট রোশনী বিনতে জহুর, অ্যাডভোকেট মেনুসাং মার্মা, অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইব্রাহিম, অ্যাডভোকেট আলী জহুরসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page