২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • সাহিত্য
  • বাল‌্য বিবাহ প্রতি‌রো‌ধ ও অনা‌মিকার ঘু‌রে দাঁড়া‌নোর গল্প।
  • বাল‌্য বিবাহ প্রতি‌রো‌ধ ও অনা‌মিকার ঘু‌রে দাঁড়া‌নোর গল্প।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি: মুকুল রাজ

    থাক‌বে না আর চে‌য়ে,

    আমি যে এ যু‌গের মে‌য়ে।

    আমিও ক‌রে দেখা‌তে পা‌রি জয়,
    বাল‌্য বিবাহ প্রতি‌রোধ কর‌তে ক‌রি না ভয়।

    এটি বল‌ছি কু‌ড়িগ্রামের স্বপ্নবাজ সাহসী মে‌য়ে অনা‌মিকার কথা।

    অনা‌মিকা ছো‌টো‌বেলা থে‌কেই সংগ্রাম করেই যেন চল‌ছে। আর সেই জীবন যুদ্ধের একটু ব্যাতিক্রম হিসেবে নিজেকে উপস্থাপন করে গড়ে উঠেছে ফুলবাড়ীর অনামিকা রানী।ছোটোবেলা থেকেই অনামিকা ছিল প্রতিবাদী। কৈশোরে নিজের বিয়ে প্রতিরোধ করে তার মতো অবহেলিত মেয়ে শিশুদের নিয়ে জ্বলন্ত চেতনার মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেন। প্রতিনিধিদের নিকট তিনি বলেন, ২০১৭ সালে মেয়ে শিশুদের নিয়ে কাজ করার সুবিধার্থে Plan International Bangladesh এর BBFG Project এর সাথে পরিচয় ঘটে।সে জানায়, পরবর্তীতে BBFG project এর সাথে অন্তর্ভুক্ত হলে সেখানে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করি। যেমন :জীবন দক্ষতা প্রশিক্ষণ, নেতৃত্ব গঠন প্রশিক্ষণসহ বিভিন্নরকম প্রশিক্ষণ যা আমার জীবনে প্রয়োজনীয় ভূমিকা পালন করেছে। অনামিকা আরো জানান, সেখান থেকে আমি প্রগতিশীল হই,নেতৃত্বদানের সক্ষমতা অর্জন করি, নিজের অধিকার আদায় করতে শিখি,বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শিখি, মাঠপর্যায়ে মেয়ে শিশুদের নিয়ে ক্যাম্পেইন করি, শিশু সুরক্ষা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পুরোহিত, কাজী, স্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে আলোচনা করি,জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে সহায়তা করি, মেয়ে শিশুদের জন্ম অভ্যার্থনায় অংশগ্রহণ করি, ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশীং সমাবেশে নেতৃত্ব দেই। বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯ নম্বর ব্যবহারের সুবিধার্থে লিফলেট বিতরণ করি,আমার একটি টিম দিয়ে আমাদের ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে আদালত বিতর্ক মঞ্চায়ন করি। ২০১৭ থেকে ২০২২পর্যন্ত BBFG project চালু থাকার পরে ২০২২সালে Plan International Bangladesh আওতাধীন Child Not Bride(CNB) Project মেয়ে শিশুদের নিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করেন। ইতিমধ্যে CNB project আয়োজিত গার্লস লিডারশীপ -২০২৩ এ অংশগ্রহণ করে আমার বক্তব্যের মাধ্যমে পূর্ব অভিজ্ঞতা শেয়ার করতে পেরেছি। সেখানে ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে যুক্ত ছিলেন Plan International Bangladesh এর Country Director কবিতা বোস ম্যামসহ সম্মানিত অতিথিবৃন্দ। সেখান থেকে গার্লস লিডারশীপ -২০২৩ এ সার্টিফিকেটসহ পুরুষ্কার প্রাপ্ত হই। অন্যদিকে নারী ক্ষমতায়নে গার্লস টেকওভার -২০২৪ এ অংশগ্রহণ করে একদিনের কুড়িগ্রাম জেলার SP এর প্রতীকী দায়িত্ব পালন করি। বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি নিজেকে আত্নবিশ্বাসী হিসেবে গড়ে তুলেছি। পড়াশোনার পাশাপাশি আমি কো-কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার পেয়েছি। আমি কবিতা আবৃত্তি, সঙ্গীত, একক অভিনয়, বিতর্ক, কুইজ, ভাষা সাহিত্য ও বিজ্ঞান বিষয়ে স্কুল, কলেজ, উপজেলা, জেলা পর্যায়ে বিভিন্ন ক্রেষ্ট, সার্টিফিকেট সহ অসংখ্য বই পুরষ্কার প্রাপ্ত হয়েছি। অনামিকা আরো জানান, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়GPA 4.25 এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) পরীক্ষায় GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হই। পরবর্তীতে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে GPA5.00 এবং ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে GPA 4.58 পেয়ে উত্তীর্ণ হই। সর্বদা আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছিল,তারা পাশে ছিলো বলেই আজ এতদূর এগিয়ে আসতে পেরেছি। বর্তমান আমি CNB project এর পাশাপাশি ActionAid Bangladesh এর Global Platform এবং RDRS এর সাথে কাজ করে যাচ্ছি। আমি আগামীতে আমার স্বপ্ন পূরণ করে সবার মাঝে আত্নসম্মান নিয়ে মাথা উচু করে দাড়াতে চাই। সর্বদা মেয়ে শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় কাজ করে যেতে চাই।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page