মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাবে পার্বত্যবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা দরকার। যাতে এখানে পাহাড়ি-বাঙালি, মারমা-চাকমা, ত্রিপুরা, বম, খেয়াং, লুসাই, চাক, তঞ্চঙ্গ্যাহ বিভিন্ন নৃ জাতিগোষ্ঠী নিজেদের আলাদা ভাবতে না পারে, সবাই বাংলাদেশের নাগরিক উপলব্ধি করে সৌহার্দ্যপূর্ণ ভাবে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারে। এটাই আমাদের লক্ষ্য। গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসার থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সদর জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার পিপিএম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরি,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনী,সাবেক সভাপতি ম্যামা চিং মারমা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চ হ্লা প্রু জেমি,প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।এদিকে প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়।আয়োজকরা জানায়, প্লাটিনাম জয়ন্তী দিনব্যাপী কর্মসূচিতে ছিল প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, মধ্যাহ্ন ভোজ, গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্লাটিনাম জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বিদ্যালয়ের প্রথম ব্যাচ ১৯৫০ সালের কয়েক জন শিক্ষার্থীরাও অংশ নেয়।
মন্তব্য