মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> মহামান্য হাইকোর্টের নির্দেশে বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।বুধবার (১৩ আগস্ট) সকালে পরিচালিত যৌথ অভিযানে ৬টি অবৈধ ইটভাটার মধ্যে এলাহি ব্রিকস ম্যানুঃ ও সেভেন ব্রিকস ম্যানুঃ নামের দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। সহায়তায় ছিলেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও ফাইতং ফাঁড়ি পুলিশ।গুড়িয়ে দেওয়া ইটভাটার পাশাপাশি অভিযানের তালিকায় রয়েছে—ইউনাইটেড ব্রিকস ম্যানুঃ, এনআরবি ব্রিকস ম্যানুঃ, শিরাত ব্রিকস, এবং মবিআই ব্রিকস ম্যানুঃ।ইউএনও মো. মঈন উদ্দিন জানান, “পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী এবং হাইকোর্টের নির্দেশে এই অভিযান চলছে। বাকি চারটি ইটভাটাও দ্রুত গুড়িয়ে দেওয়া হবে।
মন্তব্য