সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর বাঘায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জয় হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭-০৩-২৫) রাজশাহী শহরের রাজপাড়া থানা এলাকা থেকে গ্ৰেপ্তার করে র্যাব-৫। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে বাঘা পৌর সভার চক ছাতারি গ্ৰামের হানিফ মিস্ত্রীর ছেলে।জানা যায়, গত বুধবার (১৯ মার্চ২৫) দুপুরে চকছাতারি গ্রামের জয় হোসেন নিজ গ্রামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে টাকার লোভ দেখিয়ে তার বাবার নির্মাণাধীন ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিক্ষার্থীর মা তার নির্মাণাধীন অসমাপ্ত বাড়িতে যাওয়ার পর জয় হোসেন পালিয়ে যায়। ওই রাতেই শিক্ষার্থীর মা বাদী হয়ে জয় হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গত মঙ্গলবার শিক্ষার্থীকে নিজ বাড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন পিতা মাজেদ আলী। তিনি জানান,মামলার পর থেকে আত্মগোপনে ছিল জয়।বাড়িতে গিয়ে দেখা যায়,বর্তমানে বসবাস করা জায়গাটি তার পিতার নিজস্ব নয়। খুব কষ্ট করে গ্রামেই ১কাঠা জমি কিনে সবেমাত্র থাকারি জন্য ঘর শুরু করেছেন। ফাঁকা সেই ঘরে নিয়ে গিয়ে তার শিশু কণ্যাকে ধর্ষণ করেছে। সেখানে গিয়ে দেখা যায়, কিছুটা ফাঁকা জায়গায় করা ঘরটির উপরে টিন সেট, চারিদিকে টিনের বেড়া। এখানো দরজা লাগানো হয়নি। ঘরের ভেতরে মেঝে করারি জন্য মাটি ফেলে রাখা হয়েছে। চারিদিকে ফাঁকা।কিছুটা দুরে ধর্ষণ মামলার আসামী জয় হোসেনের আধাপাঁকা বাড়ি।ি সেখানে গিয়ে দেখা যায় ভেতর থেকে গেট লাগানো। জয়ের দাদি ফরিদা জানালেন,মামলার পর থেকে জয় হোসেন বাড়িতে ছিল না। তার মা বাবাকেও পাওয়া যায় নি।বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় পলাতক আসামী জয় হোসেনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য