রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার ইতালি থেকে >>> দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত গণহত্যা দিবসে অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ এর ২৫ শে মার্চ কালোরাতে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।দিবসটি উপলক্ষে প্রেরিত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।আলোচনা অনুষ্ঠানে ২৫ মার্চের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বাংলাদেশে একটি ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকলে মিলে একসাথে কাজ করা অঙ্গীকার করা হয়।ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক তার বক্তব্যে ২৫ মার্চ কালোরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, দিবসটি বাঙ্গালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক। রাষ্ট্রদূত বলেন ইতিহাসের বিভীষিকাময় সেই রাত্রের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখতে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধপূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।এছাড়া রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তবর্তী কালীন সরকারের সংস্কারসহ সকল কর্মকান্ডের বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্ব আরোপ করেন।শেষে ২৫ মার্চ কালোরাতের সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য