এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩ এ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মাহাফুজুর রহমান চৌধুরী।তরুন উদ্যোমী সৃজনশীল প্রতিভার অধিকারী মেধাবী এই শিক্ষক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্র ছাত্রীদের সূপ্ত মননে দেশ, মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ সৃষ্ঠির লক্ষ্যে আন্তর্জাতিক স্কাউট আন্দোলনের থীম নিয়ে “কাব আন্দোলন” বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাঁছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারায় এ বিদ্যালয়ের ছাত্র ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শাপলা কাব এ্যাওয়ার্ড গ্রহন করেন এবং ২০২২ সাল পর্যন্ত মাহাফুজুর রহমানের নেতৃত্বে চাম্বল সরকারী পারাথমিক বিদ্যালয় থেকে ৮ জন ছাত্র ছাত্রী শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করেন। কাব শিক্ষক মাহাফুজুর রহমান চৌধুরীর নেতৃত্বে, তত্বাবধান ও পরিচর্যায় চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কাব/স্কাউট আন্দোলন বেশ জনপ্রিয়।শিক্ষক মাহাফুজুর রহমান চৌধুরী বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার ইজ্বত আলী চৌধুরী বাড়ীর সাবেক প্রথিতযশা শিক্ষক মরহুম মাষ্টার মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সালমা খানমের সন্তান। মাহাফুজুর রহমান চৌধুরীর ৫ ভাই ৪ বোনের মধ্যে ৩ ভাই সরকারি চাকুরীজীবি, ২ ভাই প্রবাসী এবং ১ বোনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ব্যক্তিজিবনে তিনি বিবাহিত, ২ মেয়ে ও ১ ছেলের জনক।২০০৬ সালের ২ জুলাই মাহাফুজুর রহমান চৌধুরী সহকারী শিক্ষক হিসাবে উপজেলার চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার মাধ্যমে চাকরী জিবন শুরু করে আজোবধি সুনাম ও সুখ্যাতির সাথে শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীদের প্রিয়জন হয়ে এখনো একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন।উপজেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক এ্যাওয়ার্ড অর্জনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে মাহাফুজুর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব আন্দোলন সরকারের দারুন ও সময়োপযোগী কর্মসূচী। এই কাব’র মাধ্যমে কোমলমতি শিশুদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি দেশপ্রেম, নেতৃত্বের গুনাবলী ও দেশপ্রেম সৃষ্ঠি হচ্ছে। এমন গঠনমুলক কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে স্বিকৃতি অর্জনে নিঃসন্দেহে তিনি খুশি। তাঁর এ শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি তার বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী, পরিচালনা পর্ষদ ও উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, কাব-স্কাউটস আন্দোলন একটি আন্তর্জাতিক ও শিক্ষামূলক কার্যত্রম। শিশু কিশোর ও যুবকদের লেখা পড়ার পাশা পাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তাদের আত্নপ্রত্যয়ী, পরোপকারী, আত্ননির্ভরশীল হয় গড়ে তুলতে আগামীতে সবার সহযোগীতা কামনা করেছেন।
মন্তব্য