মোঃদেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
আপন মানুষের সনে বলবো বলে
হয়নি বলা সে কথা কোন কালে
বহুদিন পরে স্মৃতি পড়লো মনে
মনের জমানো অনুভূতি প্রকাশে।
কথা হলো চরমে নেই কোন শরমে
মন খুলে মনের আনন্দ উল্লাসে
কথা বলবো মনের মানুষের সনে
কিছু কথা কিছু আলোচনা আড্ডা।
সবকিছুর মধ্যেই আছে সীমাবদ্ধা
শীত এলো আনমনে বছর শেষে
কথায় কথা আনে গরম আসবে
রাবণের রাগ কমবেনা কোন ক্ষণে।
শ্রাবণের মেঘের পাহাড়ে হারিয়ে
দুজনের কথা হবে না এ-ই বছরে
শিয়ালের মতো চালাকি করিসনে
যার ব্যথা সেই বুঝে জবাব পাবে।
আসছে মাঘে বাঘের গর্জনে দেখবে
তোমাকে শুধু তোমাকে লেজ গুটিয়ে
যেতে হবে আইন ভঙ্গের অভিযোগে
আমার মনের স্মৃতি থেকে পালাতে হবে।
আগের স্মৃতিকে জাগিয়ে রেখো তুলে
আসবে সুদিন বইবে হাওয়া সেই দিন
তোমার আমার সত্যের সৈনিকদের
ন্যায় অন্যায়ের হিসাব চাওয়ার দিন।
বিরহ ব্যথা নিয়ে চলছি পথে অবিরত
সফলতা আসলে কাছে চলে আসো
এরকম মানুষ থেকে দুরে থাকা ভালো তোমার জন্য বছর শেষে জমানো কথা।
মন্তব্য