মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর রংপুর
শতদিনের কতো ছবি
নিজের চাইতে যত্নে রাখি
ছবি গুলো মনে করি
স্মৃতির পাতায় দিনগুলি।
ইমেল চেক করতে গিয়ে
আজকে হলো ভাইরাস নামক
সফটওয়্যার নামে ডিলেট ছবি
মনে রাখো নাই তারপরও হাসি।
তোমাকে ভিশন ভালোবাসি
ইমেল চেক করা শিক্ষতে গিয়ে
ডিলেট হলো সব যত্নে রাখা ছবি
তারপরও তোমাকে মনে রাখি।
ছবি গেলে ফিরে পাবো কি
তোমার ভালোবাসার দাম বেশি
আমি কি দিয়ে তা পূরন করি
তুমি আমার আত্বার আত্বীয় ছবি।
মনে আছে ভালোবাসার রক্তি
এটাই সত্যের পথচলার শক্তি
করিসনা ভয় কিসের সংশয়
আমরা এবার আনবো বিজয়।
তোমার কথা ভিশন মনে পড়ে
হারানো ভালোবাসা অনেক দামি
আসো তোমাকে হৃদয়ে রাখি
ফোনে হলো ডিলেট ছবি।
মন্তব্য