কলমে :-নাজিম উদ্দিন।
ফুল হয়ে জন্ম বলে
আমি কি দোষী,
ফুল ছিড়ে ঘ্রাণ নিলে
আমি হই খুশি।
নানা রঙে জন্মি আমি
দেখতে ভারী সুন্দর,
আমাদের দেখে সবে
ভরায় অন্তর।
ভালোবাসা পেতে কেউ
ফুল নিয়ে যায়,
সেই ফুল দিতে গিয়ে
প্রেমিকার ছোঁয়া পায়।
কিছু কিছু লোক আছে
পাথরের মন,
ফুল কভু ভালোবাসে না
সীমার যেমন।
কলি কভু ছিরো নাকো
যত্ন করিও,
যৌবনবতী ফুল হলে
ঘ্রান তুমি নিও।
**********************
মন্তব্য