সরাইল উপজেলা প্রতিনিধি ( ব্রাহ্মণবাড়ীয়া) >>> সরাইল উপজেলা, ৯নং শাহজাদাপুর ইউনিয়ন শাহজাদাপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত ওমর আলী ছেলে মিয়া চান (৫৫) গলায় রশি দিয়ে হত্যা।ঘটনা সূত্রে জানাতে পারি যে আজ থেকে ১৫- ২০ বছর আগে নিজ গ্রাম শাহজাদাপুর মা,বাবা ছেড়ে এসে শশুর বাড়ি দেওড়া গ্রামে জায়গায় কিনে বসবাস করতেন।১৫ থেকে ২০ বছর পর দেওড়া গ্রামে নিজ বাড়ির পাশে আম গাছে ডালে ফাঁসিতে ঝুলানো অবস্থা দেখতে পায় তিহারি খাওয়া পরে কেউ একজন গ্রামের লোক। দেখে মৃত মিয়া চান তার বাড়ির পাশে আম গাছে ডালে ফাঁসিতে ঝুলতে, তার আরো লোকজন কে ডেকে আনেন এবং তক্ষুনি পুলিশকে ফোন দিয়ে জানানো হয় এই ঘটনা সম্পর্কে ও পুলিশ এসে অনেক জিজ্ঞেস বাদ করেন। মৃত মিয়া চান কে পোস্ট মডামের নিয়ে যায়।জানতে চাইলে, সরাইল উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদকে জানান এই মূহুর্তে আমরা কিছু বলতে পারছি না এই মৃত্যু কারণ টা কি এখন মৃত মিয়া চান কে পোস্ট মডামের জন্য পাঠানো হয়েছে। যখন পোস্ট মডামের রিপোর্ট আসার পর জানা যাবে মৃত মিয়া চান মৃত্যুর কারণ।
মন্তব্য