নিউজ ডেক্স >>> ফটিকছড়িতে বালুবাহী ট্রলি গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার থেকে পড়ে তানিয়া আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মৃ ত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।৬ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাইন্দং কাঞ্চননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নি হ ত শিক্ষার্থী কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।আহতরা হলেন- নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।ফটিকছড়ি থানার নুর আহমেদ বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃ ত্যু হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  বাংলাদেশ সংবাদ প্রতিদিন


 
        
                        
                        


 
    				     
    				     
    				     
    				     
    				    


 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
মন্তব্য