কলমে শাহনাজ পারভীন মিতা >>>
প্রেম তুমি কোথায় ,কত দূর!
শুধুই কি অনুভবের সুর
চাঁদের জোছনার মত,
মায়া ছড়াও অবিরত।
নিভৃতে চোখের জল
পারে কি ,সে শুষে নিতে
প্রগাঢ় তৃষ্ণায়,
যে তৃষ্ণায় ছটফট করে প্রেম,
সে কি শুধুই আকন্ঠ চুম্বন
দুটি দেহের নিবিড় কম্পন!
তোমায় খুঁজি নিস্তব্ধ সকালে
অলস দুপুরে দূরের কোলাহলে,
পাখির ডানায় ক্লান্ত বিকেলে
রাতের একাকী বিষন্ন কাজলে।
যখন আকাশের বুকে অসংখ্য
নক্ষত্রের মেলা মিটি মিটি কাব্যে,
মনের মাঝে কেবলই কথা নিভৃতে
তখন তোমায় খুঁজি প্রেম,সেই নিশীথে।
কখনও দিশাহীন ,পথ ধ্রুবতারা
সন্ধ্যা তারা পূর্ব আকাশে শুকতারা,
কবিতা ছড়াই তোমার মায়ায়
ভালোবাসি প্রেম শুধুই তোমায় ।











মন্তব্য