কলমে রিতুনুর >>>
প্রেমপ্রীতি বিয়ের আগে নয়
এসবে লাগে আমার ভয়।
আমাকে দেখলেই কেন
ভেঙচি মারো এসব ছাড়ো।
তোমার দুষ্টমিগুলো একবারেই
ভালো লাগে না,
কোন প্রকার ভালোবাসা তোমার প্রতি
আমার মনে জাগে না।
হে কালো কেশী নারী যাও বাড়ি।
আমি কোন লোভী
নারী পিপাসু নই,
যে দুচোখ বুলিয়ে খুঁজবো
তুমিটা কই??
বাবা মা যেখানে করাবে বিয়া
আদর সোহাগে ডাকবো তাঁকে প্রিয়া।
বড় কষ্টের সন্তান আমি
আমার কাছে মা বাবা,
সোনার চেয়েও দামী।
ওরাই হল এই জীবনের
বটবৃক্ষের মত শীতল ছায়া,
ভালোবেসে তুমি হয়ে যেওনা বেহায়া।
যতোই দেখাও রূপের ঝলক
আসবে না,কোন কাজে,
বিয়ের আগে প্রেমপ্রীতি নয় এসব
আমার কাছে লাগে অনেক বাজে।।
মন্তব্য