কলমে – ইলোরা সোমা
জীবন নেয়ার আশায় করলি বুকে গুলি
ভাবসিলি সব যাবে থেমে
তোদের অত্যাচারে
আম জনতা উঠলো ফুসে
সন্তানের তাজা রক্তে
আহা কি নিষ্ঠার তোরা ছাড় দিলি কাউরে।
তোদের বিচার হবে বাংলায়
ঠেকাতে পারবেনা কেউ
একবার ভাব তোরা কি পারবি
এই বাংলা ছেড়ে
পালানোর রাস্তা পাবি না কেউ একবার যদি পাই সুযোগ
তোদের জন্য মোরা তৈরি করেছি আরেকটা আয়না ঘর
মাবাবা আর বোনের কান্না যাবেনা কখনো বৃথা
আমায় করছিস গুলি তো কি হয়েছে
এক সাইদ চলে গেছে
হাজার সাইদ জন্মদিয়ে।
জাতির বুকে রক্ত দিয়ে সাইদ যায়নি চলে
আজও আছে সাইদ হাজার মায়ের বুকে।
মন্তব্য