কলমে- জান্নাতুল আরেফ চৌধুরী মিথিলা >>>
প্রথম দেখার দৃষ্টিবাণে সেইতো হলাম খুন,তোমার স্মৃতি গুলো প্রতিনিহিত, অশ্রু হয়ে ঝরে আমার দু’চোখে!
সকাল থেকে জানালার পাশে দাঁড়িয়ে ভাবছি অপেক্ষা,অপেক্ষা,অপেক্ষা…কৃষ্ণচূড়া ফুল গুলোও অপেক্ষায় থাকতে, থাকতে কেমন তামাটে হয়ে গেলো!
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়, কথা দিয়েও না রাখা এক কথা তুমি, তবুও অধীর অপেক্ষায় দিন কাটাই!
তুমি যাবতীয় দুঃখ ছুঁড়ে দাও আমি বুক পেতে নেবো
বুক ভাঙবে না,আমার চোখে চোখ রেখে যদি বলো, তুমি একান্ত আমার, কী করে থাকবো নির্বাক,তাঁরায় তাঁরায় রটিয়ে দেবো আমি তোমার, তুমি আমার!
পূর্নিমার চাঁদ স্থির হয়ে থাকবে, রাতে মধ্য আকাশে, যেই দিন তুমি আমাকে মন থেকে চাইবে, তোমার চাওয়া প্রিয় রঙে,সেদিন বৃষ্টি হবে,শুভ্রতার মাঝে নীল যেমন রঙের খেলায় মেতে উঠে ঠিক তেমনি!











মন্তব্য