মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর>>>
তারিখঃ ১৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ
আমি হলাম প্রকৃতির প্রেমের পাখি
প্রকৃতির প্রেমের যুগের কথা বলি
প্রকৃতির প্রেমের ধুলো গায়ে মাখি
প্রকৃতির বৈচিত্র্যের যুগের পথে চলি।
আমি প্রকৃতির প্রেমের আলো মেখে
প্রকৃতির রূপ সৌন্দর্যের ছবি আঁকি
প্রকৃতির পরিবেশে প্রেমের পাগল হয়ে
প্রকৃতির হাওয়ায় যুগের সাজে থাকি।
আমি আছি প্রকৃতির প্রেমের ছায়ায়
প্রকৃতির প্রেমের সাথে পরিবর্তনে নাচি
প্রকৃতির প্রেমে পড়ে প্রেমের সাথে বাঁচি
প্রকৃতির প্রেমে আমি নৃত্য নতুন শিখি।
প্রকৃতির প্রেমের কথা অবিরত লেখি
প্রকৃতির প্রেমের শত রূপের বাহার
প্রকৃতির প্রেমকে হৃদয়ে ধারণ করি
প্রকৃতির প্রেমে বিভোর হয়ে দেখি।











মন্তব্য