মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
আমার স্বপ্নগুলো পাহাড় সমান
নীল আকাশে এক আসমান ছবি
এঁকেছি আমি তোমাকে নিয়ে
শিশির ভেজা ভোরে সোনালী রবি।
স্বপ্ন সাজাই রং তরঙ্গে হৃদয় মাঝে
এই পথচলাতে তোমাকে ভেবে চলি
তোমাকে ছাড়া অবুঝ মনের পাখি
আপন মনে তোমাকে শুধু ডাকি।
তুমি আমার প্রথম নয়নের মনি
অন্ধকারের আশার আলোর বাতি
তোমায় ছাড়া আমি কেমনে থাকি
তুমি আমার জীবনের প্রতিচ্ছবি।
তোমার নামটি আমার মনের ঘরে
তোমাকে রাখবো আমি যত্ন করে
তুমি আমার প্রেমের মধুর তরী
তোমাকে নিয়ে হাজার স্বপ্ন দেখি।
যতনে কোমল প্রেমের স্পর্শে
রেখো পাশে আজীবনের তরে
সময়ে সবকিছু হবে বাজবে বাশি
আত্মার মিলনে হবো মোরা জুটি।
কিঞ্চিত যদি ভালোবাসো প্রিয়তমা
ডাকো হৃদয় অঙ্গনে আসবো ছুটে
তোমার সঙ্গে চলবো পৃথিবীর বুকে
মিলিত হবো প্রকৃতির প্রেমের আহ্বানে।
মন্তব্য