মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
তারিখঃ ০৮ মে ২০২৪ খ্রিঃ
সুখ পরশে মন জুড়িয়ে
আকাশ পানে তাকিয়ে রই
দূর ভূবনে নীল গগনে
আধার আলোর ঠিকানায়।
হয়না পাওয়া মনের চাওয়া
আশা শুধু নিরাশায় রয়
কল্পনার কথায় গল্প হয়
বাস্তবতায় তার মিল না হয়।
স্বপ্ন দেখি এমন প্রত্যাশার
যাহা পূর্ণ হওয়া সম্ভাব নয়
আকাশ জুড়ে পাখি উড়ে
তোমার তরে মন ঘুরে।
শুধু হাতটা আমি ধরতে চাই
এমন চিন্তা মনে আসে তাই
রঙের মেলায় জীবন খেলা
স্বপ্ন সাধনায় ছবি একেঁ যাই।
ভবের মাঝে নানান কাজে
নিত্য নতুন আইডিয়া পাই
তোমাকে কোথায় পাবো খুঁজে
প্রকৃতির ছোয়ায় হৃদয়ে চাই।











মন্তব্য