উপজেলা প্রতিনিধি, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া >>> গত শনিবার ১২জুলাই “শাহজীবাজার মাজার গেইটের সিএনজি স্ট্যান্ড এখনো আ.লীগ চাঁদাবাজদের দখলে” শিরোনামে তারুণ্য২৪ ও দৈনিক তালাশ টাইমস অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে।যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক, মনগড়া অভিযোগ এনে আমার সম্মানহানির চেষ্টায়, হেয় প্রতিপন্ন করার মানসে চাঁদাবাজীর অভিযোগ তুলে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যা আদৌ সত্য নয়। এহেন আমি আওয়ামীলীগ নেতা নাম দিয়েও সংবাদ প্রকাশ হয়, এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।মূলত আমি ‘তাজুল ইসলাম’ মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাহজীবাজার মাজার গেইটে সিএনজি স্ট্যান্ডে সিরিয়ালম্যান হিসেবে কর্মরত আছি। ওই সিএনজি স্ট্যান্ডে ৪০-৫০টা সিএনজি রয়েছে যা সিরিয়াল ও সকলকিছু দেখাশোনার দায়িত্বপালনে আমি অগ্রণী ভূমিকা পালন করছি। আমাকে প্রতি সিএনজি সিরিয়ালে টোকেনের মাধ্যমে ১০টাকা করে দেয়া হয়। ওইখানে কোন ধরনের চাঁদাবাজী হয় না, এমনকি আমিও চাঁদাবাজীর সাথে সম্পৃক্ত নই।
মন্তব্য