ডা. আজাদ খান ময়মনসিংহ বিভাগীয় প্রধান >>> জামালপুর সদর থানাধীন পৌর শহরের জামালপুর টু টাঙ্গাইল মহাসড়কের পাশে খুপিবাড়ি সাকিনস্থ জনৈক রাজন চৌধুরী, পিতা-মৃত মান্নান চৌধুরী এর বসত বাড়ীর সামনে ফাকা জায়গায় হইতে মঙ্গলবার (২১ জানুয়ারী/২৫) রাত ২২.৩০ ঘটিকার সময়ে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ০৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃআসামী ১। মোঃ মোশারফ হোসেন(৪০), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-জেলেমন আক্তার, সাং-বাওয়ার কুমারজানী উত্তরপাড়া, ০৪নং ওয়ার্ড, মির্জাপুর পৌরসভা, ২। মোঃ সালমান মিয়া(২৭), পিতা-মৃত মজিবর রহমান, মাতা-রাজিয়া বেগম, সাং-বাওয়ার কুমারজানী উত্তরপাড়া, ০৪নং ওয়ার্ড, মির্জাপুর পৌরসভা, ৩। মোঃ রাজু মিয়া(৩৮), পিতা-শরিফ মিয়া, মাতা-মৃত নাগিনা বেগম, সাং-বাওয়ার কুমারজানী বাইপাস, ০৩নং ওয়ার্ড, মির্জাপুর পৌরসভা, এ/পি সাং-বংশাই রোড, মির্জাপুর বাজার(বাবুল মিয়ার ভাড়া বাসা), ০৩ নং ওয়ার্ড মির্জাপুর পৌরসভা, সর্ব থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ উক্ত ব্যক্তিদেরকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিগন মাদক ব্যবসার কথা স্বীকার করে।উক্ত বিষয়ে জামালপুর সদর থানার মামলা নং-৪৮, তারিখঃ ২২/০১/২০২৫ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১)এর ২৯(গ)/৪১ রুজু পূর্বক আটক ব্যক্তিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
মন্তব্য