মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া(কক্সবাজার) >>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাতবর পাড়া হাজী মার্কেট পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৫-২৭ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুর আলম, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন ডাঃ নুরুল হোছাইন। ১ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় ভোটাররা ৪ টি পদের জন্য ৪ টি ব্যালট গ্রহনের পর গোপন কামরায় গিয়ে প্রতিকে সিল মেরে ভোট প্রদান করেছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ মনিটরিং ও মিডিয়ায় তুলে ধরার দায়িত্বে ছিলেন স্থানীয় সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, যিনি এ নির্বাচনকে একটি রোল মডেল হিসেবে উপস্থাপনে ভূমিকা রেখেছেন। ভোট গ্রহন শেষে প্রার্থীদের মনোনিত এজেন্টদের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউপি সদস্য নুরুল আলম ও আবুল বশর উপস্থিত বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন।এ নির্বাচন উপলক্ষে গত এক সপ্তাহ ধরে পুরো এলাকায় ছিল সাজ সাজ রব। প্রার্থী, ভোটার ও এলাকার সাধারন নাগরিকদের মনে বিপুল উৎসাহ উদ্দিপনা। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষ যে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছে, বিগত ১৬ বছরে নষ্ঠ হওয়া ভোটের কালচারকে ফিরিয়ে আনার আকাংখা পোষন করছে, তারই প্রতিফলন ঘটল কক্সবাজার জেলার পেকৃয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজী মার্কেট পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে। । নির্বাচনের পুর্বের দিন বাজারের দোকানে দোকানে দেখা গেছে জমজমাট উৎসুক মানুষের আড্ডা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রায় প্রতিটি দোকানের দেওয়াল ও পার্টিশন। বাজারের আনাচে কানাচে সাঁটানো হয়েছে বিভিন্ন প্রার্থীর দৃষ্ঠি নন্দন পোস্টার। এলাকার সাধারন মানুষের ধারনা, দারুন এক আনন্দঘন পরিবেশে কাল অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এ নির্বাচনের প্রার্থী ও ভোটাররা সবাই মার্কেটের ব্যবসায়ী হলেও নির্বাচনকে ঘিরে এলাকার স্থানীয় জনগনকে দেখা গেছে বিভিন্ন প্রার্থীর পক্ষে মিছিল শ্লোগানে মুখরিত জমজমাট প্রচারনায়।প্রতিদ্বন্ধিতাপুর্ন নির্বাচনে রাজাখালী মাতবর পাড়া হাজী মার্কেট পরিচালনা কমিটির ়২০২৫-২৭ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চশমা প্রতিকের মনজুর আলম, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতিকের আব্দুর রহমান, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন টিউব ওযেল প্রতিকের ডাঃ নুরুল হোছাইন এবং ক্যাশিয়ার পদে আম প্রতিকে আবুল হাশেম। বিনা প্রতিদ্বন্ধিতায় অফিস ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আলি আহামদ।ফলাফল ঘোষনার পর বিজয়ী প্রার্থীরা সকল প্রতিদ্বন্ধি প্রতি, ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর নির্বাচন অনুষ্ঠানের প্রধান পরিচালক ইউপি সদস্য নুরুল আলম বলেন, হাজী মার্কেটের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনগনের উৎসাহ, আন্তরিকতা ও সহযোগিতা ক্ষূদ্র পরিসরে হলেও দারুন একটি দৃষ্ঠান্তমুলক নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারায় তিনি সকলকে ধন্যবাদ জানান।রাজাখালী মাতবর পাড়া হাজী মার্কেট পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ৫ সদস্যবিশিস্ঠ কমিটির সভাপতি, সহঃ সভাপতি, সেক্রেটারী, ক্যাশিয়ার মোট ৪ টি পদের জন্য মোট ১১ জন প্রার্থী জয়লাভের প্রত্যাশায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন যথাক্রমে মোঃ রবিউল আলম (চেয়ার প্রতিক), মনজুর আলম(চশমা প্রতিক) ও আবুল কালাম সওদাগর(আনারশ প্রতিক)।সহঃ সভাপতি পদে ৩ জন যথাক্রমে মোঃ কামাল উদ্দিন(কলম প্রতিক), আব্দুর রহমান(ফুটবল প্রতিক) ও শাখাওয়াত হোসেন সুমন(সিলিং ফ্যান), সেক্রেটারী পদে ৩ জন প্রতিদ্বন্ধিতা করছেন যথাক্রমে ডাঃ নুরুল হোছাইন(টিউবওয়েল), বদরুল আলম(মাছ) ও মোঃ ়আলমগীর(মাইক)কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন যথাক্রমে, আব্বাস সওদাগর(কাটাল), মোঃ আবুল হাশেম(আম)।রাজাখালীর ঐতিহ্যবাহী হাজী মার্কেটের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৭। ভোট কাস্টিং হয়েছে ৪১।
মন্তব্য