পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় মালিকানাধীন জমিতে মাটি ভরাট করতে গিয়ে দূর্বৃত্তের হামলার শিকারে আহত হয়েছেন ২ জন।রবিবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইড়ারপাড়ায় এ ঘটনা ঘটে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।খবর পেয়ে পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস,আই) ইস্রাফিলসহ সঙ্গীয় পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতেরা হলেন,পেকুয়া সদর ইউনিয়নের আন্নরআলী মাতবরপাড়ার নাদের হোসেনের ছেলে নাছির উদ্দিন (৪০), মৃত জালাল আহমদের ছেলে কবির হোসেন (৫৫)।প্রত্যক্ষদর্শীরা জানান,২০ শতক জায়গা নিয়ে নাছির উদ্দিন ও নুরুল হক প্রকাশ নুরু গংদের মধ্যে বিরোধ চলছিল।বিএস-৭নং খতিয়ান থেকে ২৭৪ নং কবলামূলে রেকর্ডীয় মালিকের ওয়ারিশ থেকে নাছির উদ্দিন ১১ শতক জায়গা ২০২৩ সালে রেজিষ্ট্রি কবলা নেন। এ ছাড়াও বায়নামূলে ৯ শতকসহ ২০ শতক জায়গা নাছির উদ্দিন ভোগ দখলে ছিলেন। পরবর্তীতে নাছির উদ্দিনের নামে ২৬৪৬/২৪ জমাভাগ খতিয়ান সৃজিত হয়। ঘটনার দিন সকালে নাছির উদ্দিন তার ভোগ দখলীয় অংশে মাটি ভরাট করে সংস্কার কাজ করছিলেন। এ সময় টইটংয়ের মাঝেরপাড়ার মৃত ফজলুল হকের ছেলে নুরুল হক প্রকাশ নুরু, হাজীর বাড়ির মৃত আলী মিয়ার ছেলে আলমগীর, তার ছেলে এরশাদ, মোহাম্মদ আসাদ, আশেক, মৃত মোক্তার আহমদের ছেলে শওকতুল ইসলাম খোকন, হিরাবুনিয়ার আবদুল জলিলের ছেলে মানিকসহ ১০/১২ জন দুবৃর্ত্তরা মাটি ভরাটে বাধা দেয়। খবর পেয়ে জায়গার মালিক নাছির উদ্দিন পেকুয়া থেকে সেখানে পৌঁছেন। এ সময় দুবৃর্ত্তরা নাছির উদ্দিন ও কবির হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে।
নাছির উদ্দিন জানান, আমার খরিদকৃত জমি এটি। হামলাকারীরা টাকা দাবী করছিল। তাদের কোন কাগজপত্র নেই। আমাকে ও কবির হোসেনকে প্রাণনাশ চেষ্টা করেছে। লোকজন এসে আমরা ২ জনকে উদ্ধার করেছে। পরবর্তীতে মৌলভী মনজুরের দোকানে গিয়েও তারা দ্বিতীয় দফায় হামলা করেছে। সেখানে চেয়ার ভাংচুর করেছে।
পেকুয়া থানার (সহকারী পুলিশ পরিদর্শক (এস,আই) ইস্রাফিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দু’পক্ষকে শান্ত থাকতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য