মো: দিদারুল ইসলাম.পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় ভোলা খালের জেগে উঠা চরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন পেকুয়া উপজেলা প্রশাসন। অভিযানে ভোলা খালের জেগে উঠা চরের বারবাকিয়া বাজার অংশে একটি অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকান ঘর গুড়িয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলার বারবাকিয়া বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।বারবাকিয়া ইউনিয়ন ভূমি অধিদফতরের উপ-সহকারী আফছার কামাল জানান, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার সৌদি প্রবাসী আবদুল শুক্কুর ভোলা খালের জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করে আসছিল। খবর পেয়ে উপজেলা ভূমি অধিদফতরের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তিনি অবৈধভাবে পাকা দোকান নির্মাণ কাজ চলমান রাখে। অবৈধভাবে পাকা দোকান উচ্ছেদে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাকা দোকান ঘরের পিলার ও অবকাঠামো ঘুড়িয়ে দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন,নদীর চরে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পেকুয়া উপজেলা প্রশাসন। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।নদীর জেগে উঠা চর হচ্ছে জাতীয় সম্পদ। যারা রাতের আধাঁরে নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবো।আজকে নদীর জায়গায় যে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে আগামীতেও উপজেলা প্রশাসন এধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে।অভিযানে বারবাকিয়া ইউনিয়ন ভূমি অধিদফতরের উপ-সহকারী আফছার কামাল, মোহছেনা আক্তার, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইউনুস, ইউপি সদস্য আনছার হোসেনসহ পেকুয়া থানা পুলিশের বিশেষ দল উপস্থিত ছিলেন।
মন্তব্য