পেকুয়া প্রতিনিধি>>> আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে কক্সবাজারের পেকুয়ায় পরিবেশ বিষয়ক চিত্রাংকন, বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০ টায় পেকুয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ চিত্রাংকন,বিতর্ক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পেকুয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন দুলালের সভাপতিত্বে ও পরিবেশ কর্মী সাংবাদিক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগম।এতে বিশেষ অতিথি হিসেবে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গভেষক ইকবাল ফারুক,ইউথ বাংলাদেশ চট্টগ্রাম এর চেয়ারম্যান মুসলিম আজাদ, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনছারী,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুল হক চৌধুরী,অবসর প্রাপ্ত শিক্ষক রুহল আমিন,পরিবেশ কর্মী আলা উদ্দিন আলো,আবু বক্কর ছিদ্দীক,পরিবেশ ও সংবাদ কর্মী জালাল উদ্দীন ও পেকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফাতেমা খানম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নুর পেয়ারা বেগম বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মানুষের জান মালের ভয়াবহ ক্ষতি সাধিত হয়।এই ক্ষতি থেকে উপকূলবাসিকে রক্ষা করতে হলে জলবায়ু পরিবর্তন রুখতে হবে।আর এ ক্ষেত্রে আসলে নবায়ন যোগ্য জ্বালানিই পারে জলবায়ু পরিবর্তন রুখতে।এর সাথে বাড়াতে হবে জন সচেতনতা।বন্ধ করতে হবে পাহাড় ও গাছ কাটা। নদী ও চর দখলকারীদের উচ্ছেদ করতে হবে।নদীতে বিষাক্ত ক্যামিকেল ও আবর্জনা ফেলা থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি।এতে পেকুয়া উপকূলীয় কলেজ,পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশন,পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়, পেকুয়া উচ্চবিদ্যালয়,পেকুয়া সরকারি মডেল প্রাইমারী স্কুল, প্রি ক্যাডেট স্কুল,পেকুয়া স্মার্ট স্কুল ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউট দলের প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।এসময় বির্তক প্রতিযোগিতায় জীবাশ্ম জ্বালানি নয়,একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন বিষয়ের উপর বিতর্কে পক্ষদল হল পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় ও বিপক্ষদল পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন সাবলীল যুক্তি তর্ক উপস্থাপন করেন।বিতর্কে পক্ষদল পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয় শিক্ষার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন।এসময় ওয়াটারকিপার্স বাংলাদেশ এর ম্যানাজার মামুন কবির,ছাত্র-জনতার প্রতিনিধি ছাত্রনেতা জিহাদুল ইসলাম জিহাদ,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান ও পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য