মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
অতীতের চাওয়া গুলো মনে পড়ে
শীতের শিশিরে চোখে স্মৃতিতে ভাসে
মায়ার ভুবনে তখন বন্ধুত্বের সম্পর্ক
কারণ অকারণে পিছু ফিরে ডাকে।
লাল সবুজের সমারোহে আতসবাজি
বাংলা গানের সুরে সুরে মনে ভাবি নীল
বন্ধু আমার পথচলাতে শক্তির শীল
তোমাকেই ভালোবেসে বিজয় মিছিল।
আকাশে লিখি চিঠি আনন্দে ছন্দে
তোমার কথা মনে হলে তারকা’র রঙে
জমে আছে চিঠি সেই সাদা খাম বঙ্গে
চুপ করে দেখি ছবি বেদনা’র ঢঙে।
গোলাপের স্মৃতি ছুঁয়ে প্রফুল্ল করি দিন
প্রিয় থেকে প্রিয় তুমি শোধ হবে না ঋণ
শুনে যাইও এসে বাকি আছে কিছু কথা
পৃথিবীর বুকে মনের আনন্দ বন্ধু জানে।
মন্তব্য