মোহাম্মদ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধস ও প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার সকল পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালে অবস্থিত রিসোর্টগুলোতে পাহাড় ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণ হানির ঝুঁকি এড়াতে লামার বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রে গড়ে ওঠা প্রায় ৬০–৬৫টি রিসোর্ট ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে রিসোর্টগুলো আবারও খুলে দেওয়া হবে।এর আগেও চলতি বছরের ১ জুন, বৈরী আবহাওয়ার কারণে একই ধরনের ঝুঁকি থাকায় লামা উপজেলার প্রায় ৬০টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।উল্লেখ্য, বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়, সুখিয়া ভ্যালি ও মাতামুহুরী নদীর পাড়সহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র ও রিসোর্ট। পাহাড়, ঝরনা ও নদীঘেরা এসব এলাকায় প্রতিদিন ভ্রমণ পিপাসুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ছুটে আসেন। তবে বর্ষাকালে এসব পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি অনেক বেড়ে যায়, ফলে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।পরামর্শ: প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের আবহাওয়ার পূর্বাভাস দেখে ভ্রমণের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য