মো: সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> প্রাকৃতিক সৌন্দর্য ,নীলাভূমি পাহাড় কন্যা বান্দরবান পার্বত্য জেলা , জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং বান্দরবান হিল রানার্সের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫।বান্দরবানে এ প্রথম বার হতে যাচ্ছে বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫, যা এক অনন্য অ্যাডভেঞ্চারের সুযোগ দেবে।এই বিশেষ আয়োজনটি দেশের প্রতিটি ক্রীড়া প্রেমীকে এক নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রস্তুত।বান্দরবান হিল হাফ ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল ২০২৫ তারিখে, বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে, ভোর ৫.৪০ মিনিটে। এবারের ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে ৩০০+ প্রতিযোগী অংশগ্রহণ করবেন ।ম্যারাথনের রোড়টি হবে ২১.১ কিলোমিটার দীর্ঘ, যা প্রতিযোগীদের একদিকে শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন করবে, অন্যদিকে বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য উপভোগেরও সুযোগ এনে দেবে।ম্যারাথনের প্রতিপাদ্য বিষয় হলো: “Run For Adventure, Run For Health”। এ বছর, এটি শুধু একটি শারীরিক প্রতিযোগিতা নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অভূতপূর্ব অভিযানও। দৌড় শেষ হলে, প্রতিটি রানার জন্য থাকছে বান্দরবানের ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগ।অংশগ্রহণকারীরা পরবর্তীতে ভ্রমণ করতে পারবে বান্দরবানের দর্শনীয় স্থানগুলো, যেমন: নীলগিরি, নীলাচল, চিম্বুক, ডাবল হ্যান্ড বিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝরনা, দেবতা খুম, স্বর্ণমন্দির এবং মেঘলা পর্যটন কেন্দ্র।এবারের এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন দেশের ৬৪ জেলার প্রতিযোগীরা, যারা একত্রে দৌড়াবেন বান্দরবানের পাহাড়ি পথে। এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক ও অনন্য প্রতিযোগিতা, যা শুধু একটি দৌড় নয়, এটি একটি অভিযাত্রা, যেখানে ক্রীড়া প্রেমীরা নতুন এক অভিজ্ঞতার স্বাদ পাবেন বলে ধারণা বিশ্লেষকদের
মন্তব্য