জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি
গত ৩ আগস্ট সন্ধ্যার দিকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় মানসিক হাসপাতাল সংলগ্ন বাছেরের মোড়ে রফিকুল ইসলাম রিকো নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় খুনি। উক্ত ঘটনার আলোকে পাবনা সদর থানার মামলা হয়।পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মুল হোতা এবং একমাত্র আসামী মো. দিলবর ওরফে ভোলাকে ঈশ্বরদী থানাধীন জয়নগর হতে গ্রেপ্তার করেছে।জিজ্ঞাসাবাদে আসামি মোঃ দিলবর ওরফে ভোলা জানায়, পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন আগে নিহত রিকো আসামী ভোলাকে মারধর করে। উক্ত বিবাদের জেরে সে রিকোকে একা পেয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামির ভোলা হেমায়েতপুর এলাকার মোঃ খলিলের ছেলে।আসামি গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১ টি ছুরি, মোটরসাইকেল ও একটি মোবাইল সেট উদ্ধার করে











মন্তব্য