মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মোংলার কানাইনগর পশুর নদের পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে সুন্দরবন বাঁচাও, উপকূল বাঁচাও,বাংলাদেশ বাঁচাও শীর্ষক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ।এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা নাজমুল হক,গীতিকার মোল্লা আল মামুন,মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল,মেহেদী হাসান বাবু,জাহিদ ব্যাপারী,হেনা বেগম,সাহারুন বেগম প্রমূখ।সমাবেশে বক্তারা বলেন,ঘূর্ণিঝড় রিমালে আবারো প্রমাণিত হলো বারে বারে সুন্দরবন আমাদের রক্ষা করে;তাই সুন্দরবন রক্ষায় সরকারকে গুরুত্ব দিতে হবে।সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। প্রতিবারের ন্যায় সুন্দরবন এবারও বুক পেতে উপকূলের মানুষদের ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছে।ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সুন্দরবনের উপর মানুষের অত্যাচার বন্ধ করতে হবে।
মন্তব্য