কবি শাহাদাত হোসেন তালুকদার >>>
দুর্জয় বাণী আবারও শুনি
মহানন্দের এই সুখবর,
মোদের গর্ব দেশময় সর্ব
অমূল্য দান প্রভু তোমার।
তারকার মানে রাজ্য সম্রাট
রাজটীকা পদুয়ার,
দীপ্ত উজ্জ্বল বিস্ময় পুরুষ
রাংগুনিয়ার রূপকার।
আবাদ করিলে ঐক্য শিক্ষা
পথঘাট শহর নগর,
উর্বর করিলে কীর্তমান মুর্তি
উন্নয়নের দৃষ্টান্ত হাজার।
সাম্য শান্তি সমতা সুদৃষ্টি
মানবতার মননে উদার,
গৌরবের চিত্তে তৃপ্ত হৃদয়
প্রাণমন উদ্বেলিত লোকের।
রত্নগর্ভের পিতামাতার কোলে
সুখ বিলাস পল্লী নীড়,
ভাবতে মধুর পটুত্বে বিচক্ষণ
অভিযাত্রী তুমি অধীর ।
নতুন প্রজন্মের প্রেরণার স্তম্ভ
অমূল্য রূপ প্রতিভাধর,
অভীষ্টের সন্ধানে অক্লান্ত নিরলস
হাসান ভাই বাঙালি বীর।
সুর্য সন্তান যোগ্যতার প্রমাণ
ললাটে যাদুর তিলক,
বিশ্ব দু’চোখে বাংলার আয়না
তোমার চেতনায় দেখুক।
তারিখ ১১/০১/২০২৩ ইং
চট্টগ্রাম বাংলাদেশ।











মন্তব্য