মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর সদর উপজেলার বহাল গাছিয়ার চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পত্তি হত্যার রহস্য প্রায় ৪ মাস পর উদঘাটিত হয়েছে।পুলিশ এ ঘটনায় মোহাম্মদ আলি হেসেন নামের একজন খুনিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মোহাম্মদ আলি হেসেন শনিবার (০১ নভেম্বর) আদালতে হত্যার সকল দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।পটুয়াখালী জেলা পুলিশ প্রেসব্রিফিং’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।পুলিশ জানায়,পটুয়াখালী জেলার সদর উপজেলার বহালগাছিয়ায় ডাবল মার্ডার ঘটনা ঘটে চলতি বছরের ২০ জুলাই রাত অনুমান ৮ টা থেকে ২১ জুলাই সকাল ১০ টায় অজ্ঞাতনামা আসামীরা হত্যা করে।খুনের শিকার দম্পতিরা হলেন,মৃত আশরাফ আলী হাওলাদার(৭৭) ও তার স্ত্রী মৃত হোসনে আরা বেগম (৭০)।ঐ ঘরে চুরি করতে গিয়েই তার এই দম্পতি খুন করে।খুনের তিন দিন পর পটুয়াখালী সদর থানা পুলিশ তাদের নিজ বাড়ি থেকে দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করে।ঘটনার পর পরই পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য,উপাত্ত,আলামত সংগ্রহ করে।পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে গত ০১ নবেম্বর রাত পৌনে ১২ টায় মোহাম্মদ আলি হেসেন (৩২) কে বহালগাছিয়া থেকে গ্রেফতার করা হয়।সে ঐ এলকার আব্দুল বারেক গাজীর পুত্র।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোহাম্মদ আলি হেসেন জানায়, ২০ জুলাই রাত অনুমান ৯.৩০ টার সময় তার নেতৃত্বে অপর চোরসহ তার ভাড়ায় চালিত ইজিবাইক (বোরাক) গাড়ী নিজে ড্রাইভকরে মৃত ব্যক্তিদ্বয়ের বাড়ীর কাছে আসে।হত্যাকান্ডে ব্যবহৃত রেঞ্জ নিজে বহন করে অপর আসামী সহ মৃত ব্যক্তিদের বাড়ীর মেইন গেইট টপকাইয়া খুনের ঘটনাস্থল বসত ঘরে প্রবেশ করে।এরপর ঘরের মধ্যে রক্ষিত মালামাল খোঁজাখোঁজির এক পর্যায়ে গৃহকর্তী বৃদ্ধা মহিলা টের পেলে প্রথমে তারা শক্ত কাঠ দ্বারা বৃদ্ধা মহিলাকে একাধিকবার আঘাতসহ মাথায় আঘাত করলে মহিলা মারা যায়।তখন তার অপর সঙ্গীসহ মৃত মহিলাকে মেঝে থেকে খাটের উপর শুইয়ে দেয়।এরই মধ্যে মৃত মহিলার স্বামী মৃত আশরারফ আলী হাওলাদার গেইটের তালা খুলে বাড়িতে প্রবেশে করে।এ সময় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে মোহাম্মদ আলি হেসেন অপর সঙ্গীসহ পুনরায় ঘরে প্রবেশ করে তার হাতে থাকা রেঞ্জ দিয়ে প্রথমে বৃদ্ধ লোকটির মাথার পিছনে আঘাতসহ একাধিক আঘাত করলে বৃদ্ধ লোকটি মারা যায়। এরপর আসামীরা উক্ত বাড়ির পশ্চিম পাশের পুকুর সংলগ্ন ওয়াল টপকাইয়া বাড়ি থেকে রেব হয়ে যায়।এ খুনের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যহত আছে।
মন্তব্য