পটিয়া,চট্টগ্রাম,প্রতিনিধি>>>চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া সদরের বাইপাস এলাকায় প্রাইভেট কার-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহত হয়েছেন ৪জন।এর মধ্যে নিহত হয়েছেন মোহাম্মদ হাবিব (৩০) নামের প্রাইভেট কার চালক। এতে আহত হয়েছেন মোহাম্মদ মামুন (৩০),রুবেল (৩০), মো: নাঈম (৩২) ও মো: মামুন (২২)।আহত সকলের বাড়ি গাজীপুর।শুক্রবার ভোর ৪ টায় এ ঘটনা ঘটে।জানা গেছে, গাজীপুর থেকে একটি প্রাইভেট কার নিয়ে কয়েকজন বন্ধু কক্সবাজার যাচ্ছিলেন।তাদের প্রাইভেট কারটি পটিয়া বাইপাস এলাকায় পৌছলে চট্টগ্রামমুখী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন গাড়ি চালক হাবিব।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ফরহাদ বিন হারুন জানিয়েছেন, একটি ড্রাম ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মন্তব্য