আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর চাটখিল পৌর মার্কেটের সামনের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছান, চাটখিল কেন্দ্রীয় মসজিদের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান শামসুল আরেফিন শামীম, সেক্রেটারি আহসানুল হক মাসুদ, চাটখিল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, অধ্যক্ষ মাওলানা তৈয়ব উল্যা, মাওলানা মোর্শেদ আলম, মাওলানা আক্তার হোসেন, আরিফ হোসেন প্রমূখ।পরে বিক্ষোভ মিছিলটি চাটখিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা ইসরাইলের নানা মানবতাবিরোধী কর্মকান্ড তুলে ধরে জাতিসংঘের মাধ্যমে দ্রুত গণহত্যা বন্ধের জোর দাবি জানান এবং একই সাথে ইসরাইলী সকল পণ্য বয়কটের জন্য সকল মুসুল্লিদের প্রতি আহবান জানান।
মন্তব্য