এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙ্গচুর ও নগদ দেড় লাখ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা।এসময় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী জয়নাল আবেদীন মেম্বার (৬৮) ও তার ছেলে কামাল উদ্দিন আলো(৪১) নামে দুজন আহত হয়েছেন।এঘটনায় চারজনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক আহত জয়নাল আবেদীন মেম্বার।রোববার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাগতারা বাজারের খাঁন রোডের ‘জিহাদ এন্টারপ্রাইজ’ এ ঘটনা ঘটে।ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক(৫৫) ও তার ছেলে কোম্পানীগঞ্জের আলোচিত সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামী সোহেল (৩২) কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে জয়নাল আবেদীনকে জমি সংক্রান্ত সীমানা পিলার দেয়ার বিষয়ে অশ্লীল গালমন্দ করে। এর প্রতিবাদ করায় ছিদ্দিকসহ ১০-১৫ জন সন্ত্রাসী জয়নাল আবেদীনের মালিকানাধীন ‘জিহাদ এন্টারপ্রাইজ’এ হামলা চালায়। সন্ত্রাসীরা দোকানে থাকা আসবাবপত্র ভাংচুর ও ক্যাশে থাকা দেড় লাখ টাকা ও মালামাল নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা জয়নাল আবেদীন ও তার ছেলে কামাল উদ্দিন আলোকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে।তাদের শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিক বলেন, আমার বিরুদ্ধে যেসকল অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিমল কর্মকার বলেন,জয়নাল মেম্বার একটি অভিযোগ দায়ের করেছেন।আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য