আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি>>> ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামি যমুনা ট্রেনে ভ্রমন করার সময় চেতনা নাশক দ্রব্য পান কয়ায় অতপর অজ্ঞান অবস্থায় টাকা,মোবাইল,মানিব্যাগ ইত্যাদি লুট করে একদল মলম পাটি।নাম মো:বায়জিদ,বয়স ২৬ বছর,তিনি একটি মাদ্রাসার কাজে নিয়োজিত,মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা গ্রামের বাসিন্দা।জামালপুর পেইজে খবরটি দ্রুত ছড়িয়ে পরলে,পরিবারের নিকট খবর পৌছায়।এমতাবস্থায় পরিবারের লোকজন ছুটে যায় জামালপুর জংশন স্টেশনে।স্টেশন রেলওয়ে পুলিশ কর্মকর্তার নিকট কথপোকথন করার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফাড়ি পুলিশ।অতপর দ্রততর সময়ে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মন্তব্য