ইমরান ইসলাম,জেলা প্রতিনিধি,নীলফামারী >>> ২১শে মার্চ শুক্রবার দুপুর ২ টার দিকে নীলফামারী জেলা ছাত্র শিবিরের আয়োজনে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির পরও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরংগী মোড়ে একত্রিত হয়।নীলফামারী ছাত্রশিবির শহর শাখা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারি মাজেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন,মোঃ তাসমুল হাসান সাগর, সভাপতি, বাংলাদেশ ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা। মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক , বাংলাদেশ ছাত্রশিবির, নীলফামারী জেলা শাখা। আহমেদ রায়হান সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা।নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসান আলী সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল আবারও ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বোমা হামলা চালানোর ফলে যে প্রাণহানি ঘটিয়েছে তা অত্যন্ত ন্যাক্কার জনক । যা বিশ্বের মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এছাড়াও সম্প্রীতি ভারতে মুসলিমদের বেশ কিছু মসজিদ ভাঙচুর ও মুসলিমদের উপর হামলা করেছে যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা মুসলিমদের উপর এসব অত্যাচার, নির্যাতন বন্ধ করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।
মন্তব্য