মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর।
যুগ যুগান্তরে প্রকৃতির পরিবেশে
পাতি নেতা সুযোগ বুঝে নাচি হাসে
সময়ের তরে সবকিছুর হিসাব রাখে
ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকে।
দুষ্ট লোকের কথায় মিষ্টি বেশি আছে
সুযোগ বুঝে অবুঝ মনে কথা বলে
কাজের বেলায় ফাঁকা কথা কিন্তু ছাক্কা
নাম ফুটাতে লোক সমাজে ব্যস্ত থাকে।
নীতির কথার দোষ কি আছে তাতে
নৈতিকাতার নীতি এখন আছে দুরে
নীতি কথা শুনলে এখন ঘুরে মাথা
লজ্জা শরমে দিনে দিনে হারাচ্ছে নীতি।
মুখে মুখে নীতির কাছে সবাই উঁচু
সঠিক কথায় গলায় কাটা মাথা নিচু
নীতি হারা অসুখে নিজের নাই নীতি
বিশ্বের বুকে নীতি কথায় আছে ভীতি।











মন্তব্য