মোঃদেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর ।
তারিখঃ১৩/০৫/২০২৪ খ্রিঃ
মানুষই হচ্ছে বহুরুপি
সকালে এক দুপুরে এক
বিকালে এক সন্ধায় এক
ফেসবুকে বন্ধুরুপে।
বহুরুপি মানুষকে দেখ
কষ্টের জীবনকে নষ্ট করে
ফেসবুক করলো হ্যাক
জাতি এখন চেতনায় দেখ।
কাকে কি বলি সবেই তো
ভুয়া নামের ফেসবুক আইডিতে
নীলপরি লালপরী এ্যাঞ্জেল
রাজকুমারের প্রতিচ্ছবি।
আহারে এখন কি করি
যাদেরকে চিনি তাদেরকে রাখি
চলো সবাই আওয়াজ তুলি
অপরিচিত ফ্যাক আইডি।
ভুয়া হিসেবে এসো বল্ক করি।
পরিচিত হয়ে সতর্কতায় থাকি
আনফ্রেন্ড কিংবা বল্ক মারি
ফেসবুকে মিথ্যাচরণ কম করি।
এ-ই সম্পর্ক আবেগময় ক্ষনস্থায়ী
বুঝে শুনে বন্ধু হিসাবে গ্রহণ করি
মন মজাইয়া দিবে করে কাহিনী
নামহীন ছদ্ধ নামে আছে বহুত।
সকলে সচেতনতা হোক
পার্সোনাল বিষয় ওহে ফেসবুক
জীবন নিয়ে খেল তামাশা বন্ধ করুক
সময়ের বিবর্তনে পরিবর্তন হোক।
ম্যাসেন্জারে লুকোচুরি বন্ধ করি
ব্যবহার করি সঠিক ভাবে ফেসবুক
দেখবো সকলে আলোর মুখ
না হয় যেনো কষ্টের জীবন ফেসবুক।











মন্তব্য