মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী।
নতুন বছরে নতুনত্ব প্রত্যাশা করি
প্রকৃতির রূপ সৌন্দর্য বৈচিত্র্য বহুত্ব
হৃদয়ে ধারণ করে নিজেকে গড়ি
ভালোর সঙ্গে আলোর পথে চলি।
পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলি
স্বপ্ন দেখি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলি
হিংসা বিভেদ অহংকার মুছে ফেলি
একে অপরকে সম্মান মর্যাদা শ্রদ্ধা করি।
নতুন ভোরের শিশির ভেজা সূর্য আলো
সবার জীবন হোক শান্তিতে পরিপূর্ণ
পরিবার প্রতিবেশী সমাজ হোক শান্ত
মা মাটি মমতায় দেশে আসুক সাফল্য।
এসো সবাই মিলে পরিবর্তনের বিপ্লবে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যের আওয়াজ তুলি
অন্যায় অবিচার অপরাধ বন্ধ করে চলি
সর্বদা ভালো কাজের দিকে দৃষ্টি খুলি।
নতুন বছরে নতুনত্ব সমৃদ্ধ জীবন গড়ি
মানুষ মানুষের জন্য এটাই সত্য সঠিক
ভালোবাসার পরশে ফিরে পাবে নৈতিক
প্রকৃতির ছোঁয়ায় মানুষ হোক মানবিক।
মন্তব্য